📚 মডেল প্রশ্নপত্র
একাদশ শ্রেণী (প্রথম সেমিস্টার)
বিষয়: বাংলা
সময়: ১ ঘন্টা ১৫ মিনিট। পূর্ণমান: ৪০
একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা, তোমরা কি প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য প্রস্তুত? 📚 সামনেই তোমাদের বাংলা পরীক্ষা আর হাতে সময় কম। তাই তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও শান দিতে আমরা নিয়ে এসেছি একটি দারুণ উপহার! 🎁
নতুন সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি বিষয়: বাংলা-এর একটি সম্পূর্ণ মডেল প্রশ্নপত্র। ১ ঘন্টা ১৫ মিনিটের এই ৪০ নম্বরের প্রশ্নপত্রটি তোমাকে শুধু পরীক্ষার জন্য তৈরিই করবে না, বরং আত্মবিশ্বাসও বাড়াতে সাহায্য করবে।
💡 প্রশ্ন ১। ক্ষেন্তি মোট পিঠে খেয়েছিল _____
(A) আঠারো-উনিশখানা
(B) আঠারোখানার কম
(C) আঠারো-উনিশখানার বেশি
(D) চার-পাঁচখানা।
✅ সঠিক উত্তর: (C) আঠারো-উনিশখানার বেশি
💡 প্রশ্ন ২। লেজঝোলা পাখিটির রং কী ছিল?
(A) লাল
(B) নীল
(C) সবুজ
(D) হলুদ।
✅ সঠিক উত্তর: (D) হলুদ।
💡 প্রশ্ন ৩। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে ______, ময়দা ও গুড় দিয়া চটকাইতে ছিলেন-
(A) কলা
(B) সুজি
(C) চালের গুঁড়া
(D) নারকেল।
✅ সঠিক উত্তর: (C) চালের গুঁড়া
💡 প্রশ্ন ৪। বিবৃতি (1): পরমেশ্বর চাটুজ্যে হলেন সহায়হরির পূর্বপুরুষ।
বিবৃতি (II): পৌষ সংক্রান্তিতে সহায়হরি তাঁর আত্মীয়ের বাড়িতে ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ পেয়েছিলেন। বিবৃতি (III): অন্নপূর্ণা ক্ষেন্তিকে ভালোবাসতেন না। বিবৃতি (IV): ক্ষেন্তির স্মৃতি বাঁচিয়ে রেখেছিল তার লাগানো পুঁইগাছ। উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো
(A) (I)-সত্য,(II)-সত্য,(III) মিথ্যা, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II) মিথ্যা, (III)-সত্য,(IV)-মিথ্যা
(C)(I)-মিথ্যা,(II)- মিথ্যা,(III) মিথ্যা,(IV)-সত্য,
(D)(I)-সত্য,(II) মিথ্যা, (III) মিথ্যা, (IV)-সত্য
✅ সঠিক উত্তর: (D) (I)-সত্য,(II) মিথ্যা, (III) মিথ্যা, (IV)-সত্য
💡 প্রশ্ন ৫। বিবৃতি (A): চুইয়ে পড়ছে না কোনো রক্ত।
কারণ (R): চুইয়ে পড়ছে না চোখের জলও। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো:
(A) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) Aও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক।
✅ সঠিক উত্তর: (B) Aও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
💡 প্রশ্ন ৬। আর_____ ঢেউ-তোলা______ মেঘের দল-
(A) ভাটার, সাদা
(B) সময়ের, কালো
(C) নদীর, সাদা
(D) ফেনিল, ধূসর।
✅ সঠিক উত্তর: (B) সময়ের, কালো
💡 প্রশ্ন ৭। কমলাকান্তের মতে, বিড়ালের কথাগুলি ছিল-
(A) বুদ্ধিদীপ্ত
(B) মুক্তিসংগত
(C) সোশিয়ালিস্টিক
(D) যুক্তিহীন।
✅ সঠিক উত্তর: (C) সোশিয়ালিস্টিক
💡 প্রশ্ন ৮। থুরথুরে বুড়োকে প্রথমে দেখতে এসেছিল -
(A) মাকড়শা কন্যা
(B) পাদ্রে গোনসাগা
(C) পড়োশিনি
(D) পুরপিতা।
✅ সঠিক উত্তর: (C) পড়োশিনি
💡 প্রশ্ন ৯। বুড়োকে কী খেতে দেওয়া হয়েছিল?
(A) জল ও ছোটোহাজরির উচ্ছিষ্ট
(B) ফলের খোসা ও ছোটোহাজরির উচ্ছিষ্ট
(C) ফল ও ছোটোহাজরির উচ্ছিষ্ট
(D) কেক ও ছোটোহাজরির উচ্ছিষ্ট।
✅ সঠিক উত্তর: (B) ফলের খোসা ও ছোটোহাজরির উচ্ছিষ্ট
💡 প্রশ্ন ১০। 'নিশায় ______নিদ্রা, ক্লান্তি দূর করে।
(A) গভীর
(B) সুশান্ত
(C) প্রশান্ত
(D) সুখ।
✅ সঠিক উত্তর: (B) সুশান্ত
💡 প্রশ্ন ১১। 'সাম্যবাদী' কবিতায় কবি যে ক্রমানুযায়ী তীর্থস্থানের কথা বলেছেন, তা হল-
(A) জেরুজালেম-কাবা-ভবন-মদিনা-বুদ্ধ-গয়া
(B) বুদ্ধ-গয়া-কাবা-ভবন-মদিনা-জেরুজালেম
(C) বুদ্ধ-গয়া-জেরুজালেম-মদিনা-কাবা-ভবন
(D) মদিনা-বুদ্ধ-গয়া-জেরুজালেম-কাবা-ভবন।
✅ সঠিক উত্তর: (C) বুদ্ধ-গয়া-জেরুজালেম-মদিনা-কাবা-ভবন
💡 প্রশ্ন ১২। 'সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ
(A) ধর্মগ্রন্থ
(B) পুথিপত্র
(C) সাম্যের গান
(D) নিজ প্রাণ।
✅ সঠিক উত্তর: (D) নিজ প্রাণ।
💡 প্রশ্ন ১৩। পারস্য থেকে ভারতে আসা পারসি ধর্মের প্রবর্তক হলেন
(A) কনফুসিয়াস্
(B) জরথুস্ট
(C) লাওৎসে
(D) পিথাগোরাস।
✅ সঠিক উত্তর: (B) জরথুস্ট
💡 প্রশ্ন ১৪। ইহুদিদের পবিত্র গ্রন্থ
(A) হিব্রু-বাইবেল
(B) জেন্দাবেস্তা
(C) ত্রিপিটক
(D) কোরান।
✅ সঠিক উত্তর: (A) হিব্রু-বাইবেল
💡 প্রশ্ন ১৫। বিবৃতি (A): 'দিবসে শীতল শ্বাসী ছায়া,বনেশ্বরী,'
কারণ (R): সংসার দাবদাহে সংকটময় জীবনে কবিকে ঈশ্বরচন্দ্র জীবনোপযোগী দয়া-মায়া, কর্তব্যের সুশীতল ছায়া দান করেন। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো :
(A) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক।
✅ সঠিক উত্তর: (A) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
💡 প্রশ্ন ১৬। পঙক্তির সঠিক ক্রমটি হল-
(i) “যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে,"
(ii) "হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।"
(iii) "পরিমলেফুল-কুল দশ দিশ ভরে;"
(iv) "যোগায় অমৃত ফল পরম আদরে"।
(A) iii-ii-iv-i
(B) iv-iii-ii-i
(C) iii-i-iv-ii
(D) ii-i-iv-iii
✅ সঠিক উত্তর: (D) ii-i-iv-iii
💡 প্রশ্ন ১৭। কবির মতে 'ঈসা মুসা' সত্যের পরিচয় পেল যেখানে বসে -
(A) জেরুজালেমে
(B) মদিনায়
(C) কাবা-ভাবনে
(D) হৃদয়ে।
✅ সঠিক উত্তর: (D) হৃদয়ে।
💡 প্রশ্ন ১৮। "এই কন্দরে______ শুনিতেন আহ্বান,"
(A) মদিনা-দুলাল
(B) আরব-দুলাল
(C) মক্কা-দুলাল
(D) মহম্মদ।
✅ সঠিক উত্তর: (B) আরব-দুলাল
💡 প্রশ্ন ১৯। 'সাম্যবাদী' কবিতায় উল্লিখিত অনার্য জাতি গোষ্ঠীগুলি হল
(A) কোল, ভীল, সাঁওতাল
(B) সাঁওতাল, ভীল, গারো
(C) সাঁওতাল, মুন্ডা, ভীল
(D) সাঁওতাল, গারো, কোল।
✅ সঠিক উত্তর: (B) সাঁওতাল, ভীল, গারো
💡 প্রশ্ন ২০। মানবের মহা-বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করলেন
(A) গৌতম বুদ্ধ
(B) সিদ্ধার্থ পুত্র
(C) শাক্যমুনি
(D) বুদ্ধদেব।
✅ সঠিক উত্তর: (C) শাক্যমুনি
💡 প্রশ্ন ২১। তার অতিকায় শিকারি পাখির ডানা দেখতে
(A) নোংরা, অর্ধেকটাই পালক খসা
(B) নোংরা, অনেকটাই পালক খসা
(C) নোংরা, পুরোটাই পালক খসা
(D) নোংরা, কিছুটা পালক খসা।
✅ সঠিক উত্তর: (A) নোংরা, অর্ধেকটাই পালক খসা
💡 প্রশ্ন ২২। কোন্ গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রৌদ্র আসছিল?
(A) বাঁশগাছ
(B) বাতাবী লেবু গাছ
(C) আমগাছ
(D) কাঁঠাল গাছ।
✅ সঠিক উত্তর: (B) বাতাবী লেবু গাছ
💡 প্রশ্ন ২৩। ক্ষেন্তি বিয়ের সময় যে শাড়ি পরেছিল, তা হল -
(A) বেনারসি
(B) বালুচরি
(C) জামদানি
(D) সিল্ক।
✅ সঠিক উত্তর: (B) বালুচরি
💡 প্রশ্ন ২৪। 'কমলাকান্তের দপ্তর' হল-
(A) রম্যরচনা
(B) উপন্যাস
(C) সমালোচনামূলক প্রবন্ধ
(D) ছোটোগল্প।
✅ সঠিক উত্তর: (A) রম্যরচনা
💡 প্রশ্ন ২৫। 'বিড়াল' প্রবন্ধে 'বিড়াল' কীসের প্রতীক?
(A) সাম্যবাদের
(B) বিভেদের
(C) স্বাধীনতার
(D) মানবতার।
✅ সঠিক উত্তর: (A) সাম্যবাদের
💡 প্রশ্ন ২৬। সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন
(A) এই বৈশাখে তেরোয়
(B) এই জ্যৈষ্ঠে তেরোয়
(C) এই আষাঢ়ে তেরোয়
(D) এই শ্রাবণে তেরোয়...।
✅ সঠিক উত্তর: (D) এই শ্রাবণে তেরোয়...।
💡 প্রশ্ন ২৭। বিষ্ণু সরকার বসেছিলেন -
(A) খেজুরপাতার চাটাইয়ের উপর
(B) তালপাতার চাটাইয়ের উপর
(C) বেতের মোড়ার উপর
(D) হাতে বোনা একটি আসনের উপর।
✅ সঠিক উত্তর: (B) তালপাতার চাটাইয়ের উপর
💡 প্রশ্ন ২৮। 'পুঁই মাচা' গল্প থেকে নেওয়া গাছগুলির সঠিক ক্রমটি হল
(A) শেওড়া, বনভাঁট, রাংচিতা, বনচালতা
(B) শেওড়া, রাংচিতা, বনচালতা, বনভাঁট
(C) শেওড়া, বনভাঁট, বনচালতা, রাংচিতা
(D) শেওড়া, বনচালতা, বনভাঁট, রাংচিতা
✅ সঠিক উত্তর: (A) শেওড়া, বনভাঁট, রাংচিতা, বনচালতা
💡 প্রশ্ন ২৯। 'সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল' - কারণ -
(A) গাঁয়ে কী যেন গুজব রটেছে
(B) তাঁকে ব্রাহ্মণসমাজ একঘরে করবে
(C) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে
(D) কালীময়ের চন্ডীমণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায়হরির ডাক পড়েছে।
✅ সঠিক উত্তর: (C) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে
💡 প্রশ্ন ৩০। কালো সার্জের আড়াই টাকা মূল্যের জামাটি সহায়হরি কিনেছিলেন-
(A) হরিপুরের চড়কের মেলা থেকে
(B) বাসুদেবপুরের রাসের মেলা থেকে
(C) হরিপুরের রাসের মেলা থেকে
(D) বাসুদেবপুরের চড়কের মেলা থেকে।
✅ সঠিক উত্তর: (C) হরিপুরের রাসের মেলা থেকে
💡 প্রশ্ন ৩১। 'কেন, আমি রোজ জল ঢালব?'- কথাটি বলেছে-
(A) ক্ষেন্তি
(B) রাধী
(C) পুঁটি
(D) অন্নপূর্ণা।
✅ সঠিক উত্তর: (A) ক্ষেন্তি
💡 প্রশ্ন ৩২। কবিকে ওরা ভয় পায়, যখন-
(A) গান যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে,
(B) কবি নিশ্চুপ থাকেন,
(C) কবিতা ফুলের মতো ফোটে,
(D) কবি যুদ্ধে সামিল হন।
✅ সঠিক উত্তর: (A) গান যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে
💡 প্রশ্ন ৩৩। 'চারণকবি' কবিতাটি কে বাংলা ভাষায় অনুবাদ করেছেন?
(A) বিষ্ণু দে,
(B) শঙ্খ ঘোষ,
(C) জয় গোস্বামী,
(D) সুনীল গঙ্গোপাধ্যায়।
✅ সঠিক উত্তর: (B) শঙ্খ ঘোষ
💡 প্রশ্ন ৩৪। জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কী?
(A) মায়ের হাসি,
(B) শাসকের স্বর,
(C) কবির স্বর,
(D) কবির কোনো লিপিকার স্বর।
✅ সঠিক উত্তর: (D) কবির কোনো লিপিকার স্বর।
💡 প্রশ্ন ৩৫। 'মায়ের _____ বুকে নিয়ে'
(A) আশীর্বাদ,
(B) স্মৃতিচিহ্ন
(C) বেদনাশ্রু
(D) ক্রন্দন
✅ সঠিক উত্তর: (C) বেদনাশ্রু
💡 প্রশ্ন ৩৬। "হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।" অন্তর্গত তাৎপর্যে 'হেমাদ্রি' হল
(A) হিমালয় পর্বত,
(B) হিমাদ্রি পর্বত,
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
(D) গৌরদাস বসাক।
✅ সঠিক উত্তর: (C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
💡 প্রশ্ন ৩৭। "কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্বতে," এখানে 'মহাপর্বত' হল-
(A) হিমালয়,
(B) বিদ্যাসাগর,
(C) বড়ো পর্বত,
(D) সুমেরু পর্বত।
✅ সঠিক উত্তর: (B) বিদ্যাসাগর,
💡 প্রশ্ন ৩৮। "দানে বারি নদীরূপ ______, ______"
(A) অচলা, দামিনী
(B) বিমলা, কিঙ্করী
(C) নির্মলা, শংকরী
(D) অম্লান, কিরণে
✅ সঠিক উত্তর: (B) বিমলা, কিঙ্করী
💡 প্রশ্ন ৩৯। মনুষ্যজাতির রোগ কী?
(A) তেলা মাথায় তেল দেওয়া,
(B) প্রকৃত দোষীকে না খোঁজা,
(C) দরিদ্র মানুষকে সাহায্য করা,
(D) অপরের
দুঃখে কাঁদা।
✅ সঠিক উত্তর: (A) তেলা মাথায় তেল দেওয়া,
💡 প্রশ্ন ৪০। যে বিচারক চোরকে সাজা দিবেন, তার আগে তিনি কী করিবেন?-
(A) আইন পড়িবেন,
(B) আইন জানিবেন,
(C) তিনদিন উপবাস করিবেন,
(D) চোখ বন্ধ করিয়া থাকিবেন।
✅ সঠিক উত্তর: (C) তিনদিন উপবাস করিবেন,
