পঞ্চম শ্রেণীর পরিবেশ
একাদশ অধ্যায়
মানবাধিকার ও মূল্যবোধ
পঞ্চম শ্রেণীর 'আমাদের পরিবেশ' বইটির একাদশ অধ্যায়, "মানবাধিকার ও মূল্যবোধ" একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অধ্যায়টি কেবল কিছু তথ্য মুখস্থ করার জন্য নয়, বরং শিশুদের মধ্যে মানবিকতা, সহমর্মিতা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলার জন্য অপরিহার্য। এই ব্লগ পোস্টে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এছাড়াও, এর মাধ্যমে শিশুরা মানবাধিকার ও মূল্যবোধের মতো গভীর বিষয়গুলোকে সহজে বুঝতে পারবে।
Chapter 11 of the Class 5 Environmental Studies book, "Human Rights and Values," is an incredibly important part of the curriculum. This chapter is not just about memorizing facts; it is essential for building a sense of humanity, empathy, and proper values in children. In this blog post, we have compiled the most important questions and answers from this chapter to help students prepare for their exams. This will also help children easily grasp complex topics like human rights and values.
==গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর==
আমাদের মতটাও জরুরি
১) কত বছর বয়স পর্যন্ত শিক্ষালাভ করা শিশুদের মৌলিক অধিকার?
উত্তর:১৪ বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষালাভ করা শিশুদের মৌলিক অধিকার।
২) শিশুদের অধিকার আইনে কি কি বলা হয়েছে?
অথবা,
শিশুদের প্রয়োজনীয় অধিকারগুলি কি কি?
উত্তর:1.বেঁচে থাকার অধিকার।
2.খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার।
3.নিজের নাম, পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার।
4.নিজের মতপ্রকাশ ও আলোচনার অধিকার।
5.অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার।
6.স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার।
অরুনের ধান রোয়া
৩) শিশুদের পরিশ্রমের নানা ক্ষতিকর প্রভাব লেখো।
উত্তর:1.শিশুরা শিক্ষার সুযোগ হারায়। ফলে দেশের উন্নতি ব্যাহত হয়।
2.শিশুদের শৈশবের আনন্দ নষ্ট হয়ে যায়।
3.শিশুদের স্বাস্থ্যের অবনতি হয়। তারা নানান রোগে আক্রান্ত হতে পারে।
আমাদের দায়িত্ব
৪) পরিবারে কারা বেশি অবহেলিত হয়? এর কারণ কি?
উত্তর:পরিবারে সাধারণত মেয়েরাই বেশি অবহেলিত হয়।
এর কারণ হল প্রকৃত শিক্ষার অভাব এবং লিঙ্গ বৈষম্য।
বয়স্কদের সম্মান করো
৫) বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
উত্তর:১৫ জুন তারিখে।
৬) বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়?
উত্তর:১ অক্টোবর তারিখে।
৭) বয়স্ক মানুষদের সমস্যাগুলি লেখো।
উত্তর:তারা সবকিছু মনে রাখতে পারে না।
তারা কানে ভালো শুনতে পায়না। অনেকে চোখেও ভালো দেখতে পায় না।
তাদের হাঁটাচলা করতে অসুবিধা হয়। এমনকি হাত পা কাঁপে।
৮) আমরা কীভাবে বয়স্কদের সন্মান করতে পারি?
উত্তর:বয়স্কদের উপদেশ মেনে চলতে পারি। এতে তারা খুশি হন।
তাদের বিভিন্ন কাজে আমরা সাহায্য করতে পারি।
বয়স্ক মানুষদের কাছে তাদের ছোটবেলার গল্প শুনে তাদের আনন্দ দিতে পারি।
বাল্যবিবাহ কখনও নয়
৯) শিশুশ্রম ও বাল্যবিবাহ কি?
উত্তর:
শিশুশ্রম- ১৪ বছরের কমবয়সি ছেলেমেয়েদের কাজ করিয়ে আয় করাকে বলে শিশুশ্রম।
বাল্যবিবাহ- ১৮ বছরের কমবয়সি মেয়ে এবং ২১ বছরের কমবয়েসি ছেলেদের বিয়ে হওয়ার ঘটনাকে বলে বাল্যবিবাহ।
১০) কোন বয়সের নীচে মেয়েদের বিয়ে করা উচিৎ নয়?
উত্তর:১৮ বছরের নীচে।
১১) বাল্যবিবাহ হওয়া উচিৎ নয় কেন?
উত্তর:১৮ বছরের কমবয়েসি মেয়েরা মানসিক ও শারীরিকভাবে বিয়ের জন্য উপযুক্ত নয়। এই সময় মেয়েদের শিক্ষা অর্জনের সময়। শিক্ষা অর্জন থেকে বঞ্চিত করে তাদের বিয়ে দিলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হবে।
১২) বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করেছে এমন দুজন মহিলার নাম লেখো।
উত্তর:পুরুলিয়া জেলার আফসানা খাতুন, রেখা কালিন্দী, সুনীতা মাহাতো।
১৩) বাল্যবিবাহ রোধের জন্য সুনীতা মাহাত, আফসানা কত খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন?
উত্তর:২০০৯ সালের ১৪ মে।
১৪) সুনীতা মাহাত, আফসানা খাতুনদের কে পুরস্কৃত করেন?
উত্তর:রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল।
১৫) বাল্যবিবাহ দেখলে কোথায় কোথায় জানানো উচিৎ?
উত্তর:বাল্যবিবাহের কথা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে, সমষ্টি উন্নয়ন আধিকারিক বা BDO এবং পুলিশকে জানানো উচিৎ।
১৬) BDO কাদের বলে?
উত্তর:BDO বা Block Development Officer হলেন সরকারিভাবে নিযুক্ত আধিকারিক যারা তাদের মহাকুমার মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটাতে সবরকম প্রচেষ্টা চালান।
১৭) জয়েন্ট বিডিওর বাংলা পরিভাষা কি?
উত্তর:যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক।
১৮) লিঙ্গ বৈষম্য ও বাল্যবিবাহ রোধে তোমার কি করা উচিৎ?
উত্তর:কারোর বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলে স্কুলে জানাতে হবে।
বাল্যবিবাহের বাস্তব সমস্যা তুলে ধরব।
BDO এবং থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা করব।
যাচাই করে তবেই কেনো
১৯) মশলা, ঘি বা তেল কিনলে প্যাকেটের গায়ে কি দেখে কেনা উচিৎ?
উত্তর:প্যাকেটের গায়ে আগ মার্কা দেখে কেনা উচিৎ।
২০) জেলির বোতলে সরকারের কি ছাপ থাকে?
উত্তর:ভারত সরকারের FPO ছাপ থাকে।
২১) প্রেসার কুকারের গায়ে কি ছাপ থাকে?
উত্তর:ISI ছাপ থাকে।
২২) পরিষেবা বলতে কি বোঝো?
উত্তর:টাকার বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাই হল পরিষেবা।
২৩) কয়েকটি পরিষেবার উদাহরণ দাও।
উত্তর:
- হাসপাতালে চিকিৎসা পরিষেবা।
- বিদ্যুৎ ও জ্বালানির পরিষেবা।
3.পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার পরিষেবা।
২৪) উপভোক্তা বলতে কি বোঝো?
উত্তর:টাকার বিনিময়ে যারা পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তাদের উপভোক্তা বলে।
২৫) কেনাকাটার সময় আমরা যাতে ঠকে না যাই তার জন্য কি করা উচিৎ?
উত্তর:কেনাকাটার সময় আমরা যাতে ঠকে না যাই তার জন্য যা কিছু কেনা হোক না কেন তার রসিদ নেওয়া উচিৎ।
২৬) কোনো জিনিস কেনার সময় যে রসিদ নেওয়া হয় সেখানে কি কি থাকা জরুরি?
উত্তর:সেই রসিদে জিনিসের নাম, পরিষেবার বিবরণ এবং তারিখ দেওয়া উচিৎ।
২৭) কেনাকাটার সময় কোন কোন বিষয়ে সচেতন হতে হবে?
উত্তর:কোনো জিনিস কেনাকাটার সময় আমাদের প্রথমেই বিশুদ্ধতা চিহ্ন দেখে কেনা উচিৎ। এছাড়া যেকোনো জিনিস কেনার পরেই উপযুক্ত রসিদ নেওয়া উচিৎ।
২৮) উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করলে কি হয়?
উত্তর:অর্থের বিনিময়ে কোনো জিনিস কেনার পর বা পরিষেবা গ্রহণ করার পর জিনিসটার দাম, ওজন বা মান নিয়ে ঠকে গেলে বা পরিষেবায় ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায়। এই আবেদনের ভিত্তিতে টাকা ফেরত পাওয়া যেতে পারে। এমনকি যে জিনিস নিয়ে সমস্যা তা বদলে নেওয়া যেতে পারে ও ক্ষতিপূরণও পাওয়া যেতে পারে।
রাস্তার কলের জল
২৯) রাস্তার কলের জল নষ্ট করা উচিৎ নয় কেন?
উত্তর:জলের অপর নাম জীবন। এই জল কখনোই নষ্ট করা উচিৎ নয়। কারণ জল নষ্ট করলে একসময়য় পানীয় জলের ভাণ্ডার শেষ হয়ে যাবে। তখন আমরা আর খাবার জল পাব না।
৩০) ভাঙা কল বা কলের কোনো সমস্যা দেখলে কোথায় জানাতে হবে?
উত্তর:পৌরসভায় জানাতে হবে।