Class 7
2nd Unit Test 2025
পরিবেশ ও বিজ্ঞান Suggestion (উত্তর সহ)
পরিবেশ ও বিজ্ঞান
সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন -2025
পূর্ণমান ৫০ সময়- ১ ঘণ্টা ৩০মিনিট
নতুন নম্বর বিভাজন অনুসারে (হলিস্টিক কার্ড অনুসারে)
A) সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:1×12=12
1) সমতল আয়নার সঙ্গে 60° কোণে ওই আয়নার ওপর আলোকরশ্মি আপতিত হলে, প্রতিফলন কোণ হবে-
(a) 30°
(b) 60°
(c) 90°
(d)কোনোটিই নয়
উত্তর: (b) 60°
2)আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর-
(a) সূর্যের সাদা অ প্রতিফলন
(b) বিচ্ছুরণ
(c) প্রতিসরণ
(d) প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা
উত্তর: (b) বিচ্ছুরণ
3) বালবের যে অংশ আলো দেয়, সেটি হল-
(a) কাচ
(b) ফিলামেন্ট
(c) তামার মোটা তার
(d) নাইক্রোম তার
উত্তর: (b) ফিলামেন্ট
4) ফুলের যে অংশটি বীজে পরিণত হয়, সেটি হল-
(a) গর্ভদণ্ড
(b) ডিম্বাশয়
(c) ডিম্বক
(d) গর্ভমুণ্ড
উত্তর: (c) ডিম্বক
5)মৃদভেদী অঙ্কুরোদগম দেখা যায়-
(a) ছোলা
(b) কুমড়ো
(c) মটর
(d) আম
উত্তর: (b) কুমড়ো
6) কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয়, সেই জায়গাটি হল-
(a) পর্ব
(b) কক্ষ
(c) পর্বমধ্য
(d) বিটপ
উত্তর: (a) পর্ব
7)আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন-
(a) গ্যালিলিয়ো
(b) নিউটন
(c) স্যাডউইক
(d) সত্যেন্দ্রনাথ বোস
উত্তর: (b) নিউটন
8)একটি স্বপ্রভ বস্তু হল-
(a) ইট
(b) সূর্য
(c) পাথর
(d) কাঠ
উত্তর: (b) সূর্য
9) মেরুজ্যোতির কারণ-
(a) পৃথিবীর পরিবেশের দূষণ
(b) পরিবেশের উষ্ণতা বৃদ্ধি
(c) পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়
(d) পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব
উত্তর: (d) পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব
10) ইলেকট্রিক বালবের ফিলামেন্ট তৈরি হয়-
(a) টাংস্টেন
(b) তামা
(c) লোহা
(d) নাইক্রোম
উত্তর:(a) টাংস্টেন
11) পরিবেশবান্ধব শক্তি নয়?
(a) সৌরশক্তি
(b) মাটির নীচের তাপশক্তি
(c) দৈবশক্তি
(d) জীবাশ্ম তেল থেকে
উত্তর: (d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি
12) তড়িতের সুপরিবাহী পদার্থটি হল-
a) প্লাস্টিক
b) চিনেমাটি
c) কাঠ
d) তামা
উত্তর: d) তামা
B) নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×10=10
1) আলোর প্রতিসরণ কাকে বলে?
উত্তর: আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদতল থেকে সামান্য বেঁকে যাওয়ার ঘটনাকে বলে আলোর প্রতিসরণ।
2) চৌম্বকক্ষেত্র বলতে কী বোঝো?
উত্তর: যে অঞ্চল জুড়ে একটি চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে সেই অঞ্চলটিকে চুম্বকের চুম্বক ক্ষেত্র বলে।
3) অঙ্কুরোদগমের শর্তগুলি কী কী?
উত্তর:অঙ্কুরোদগমের বাহ্যিক শর্তগুলি হল উষ্ণতা, আর্দ্রতা (জল), বায়ু বা অক্সিজেন।
4) উদ্ভিদের মূলের একটি কাজ লেখো।
উত্তর: উদ্ভিদের মূলের একটি কাজ হলো- মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা।
5) ব্যাপন কাকে বলে?
উত্তর: বেশি গাঢ়ত্ব থেকে কম গারত্বের দিকে অনুর ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে।
6) আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে?
উত্তর: আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপাতন কোণ বলে।
7)চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন- লোহা, নিকেল, কোবাল্ট।
8) LED-এর পুরো নাম লেখো।
উত্তর:Lighting Emitting Diode.
9) প্রাণীরা পরোক্ষভাবে কোন্ শক্তির ওপর নির্ভরশীল?
উত্তর:প্রাণীরা পরোক্ষভাবে সৌরশক্তির ওপর নির্ভরশীল।
10) পাইন গাছের মূলে যে অণুজীব বাস করে, তার নাম কী?
উত্তর:পাইন গাছের মূলে যে অণুজীব বাস করে, তার নাম মাইকোরাইজা।
C) নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×2=4
1) নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো।
উত্তর:
i) নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ ও চকচকে প্রতিফলক তলের প্রয়োজন
ⅰ) বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য অমসৃণ ও খসখসে প্রতিফলক তলের প্রয়োজন
ii) নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি গুলি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়
ii) বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি গুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে
2) সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কেন?
উত্তর: সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কারন- একটি বড় ছিদ্রকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্রের সমষ্টি হিসেবে কল্পনা করা যায়। তাই প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্র এক একটি করে আলাদা আলাদা প্রতিকৃতির সৃষ্টি করে। কিন্তু ছিদ্র গুলি পাশাপাশি অবস্থান করায় প্রতিকৃতি গুলিও একে অপরের খুব কাছাকাছি থাকে ও একে অপরের উপর পড়ে মিলেমিশে একাকার হয়ে যায়। ফলে প্রতিকৃতি অস্পষ্ট দেখায়।
D) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো ৬ টি) : 4×6=24
1) চৌম্বকদৈর্ঘ্য কাকে বলে? চৌম্বকদৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘোর সম্পর্ক কী?
উত্তর: কোন চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক দূরত্বকে ঐ চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে।
চৌম্বকদৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্কঃ সাধারনত কোন চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য, চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের 86% (মতান্তরে 8.5%) হয়।
অর্থাৎ, চৌম্বক দৈর্ঘ্য = 0.86 × চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য
2) বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহারের সুবিধা কী?
উত্তর: বৈদ্যুতিক ইস্তিরিতে নাইক্রোম তার ব্যবহারের সুবিধাগুলি হলো-
i. নাইক্রোমের তারের রোধাঙ্ক খুব বেশি বলে তারটিতে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হয়।
ii. নাইক্রোম তারকে অতি উচ্চ তাপমাত্রায় বায়ুর সংস্পর্শে রাখলেও বায়ুর অক্সিজেনের সঙ্গে তারটির কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না।
iii. নাইক্রোম তারের গলনাঙ্ক খুব বেশি হওয়ায়, তারটি বেশি তাপমাত্রাতেও গলে যায় না, ফলে নাইক্রোম তারটি উচ্চ তাপমাত্রায় পৌঁছে প্রচুর তাপ সরবরাহ করতে পারে।
3) বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে? এই গ্যাস কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: গৃহপালিত পশু পাখির মল বড় গর্তে পচিয়ে তার থেকে যে গ্যাস উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলে।
ব্যবহারঃ
(i) বায়োগ্যাস মূলত রান্নার কাজে ব্যবহৃত হয়।
(ii)বাতি জ্বালানোর কাজে ব্যবহৃত হয়।
(iii) বর্তমানে বিদ্যুৎ উৎপাদনেও এই গ্যাস ব্যবহার করা হচ্ছে।
4) একটি আদর্শ মূলের ক-টি অংশ ও কী কী?
উত্তরঃ একটি আদর্শ মূলের চারটি অংশ।
যথা-
i) মূলত্র অঞ্চল
ii) বর্ধনশীল অঞ্চল
iii) মূলরোম অঞ্চল
iv) স্থায়ী অঞ্চল
5) বিকর্ষণই চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ যুক্তি-সহ লেখো।
উত্তর: কোন একটি দন্ড চুম্বক কিনা তা বিকর্ষণ এর মাধ্যমে খুব সহজেই প্রমাণ পাওয়া যায়।
দন্ডটিকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিয়ে দন্ডটির কাছে আরেকটি চুম্বক দন্ড নিয়ে আসা হল। যদি দণ্ডটি চুম্বকটিকে আকর্ষণ করে তবে দুটো ঘটনা হতে পারে।
i) দণ্ডটি একটি চৌম্বক পদার্থ যা চুম্বক টিকে আকর্ষণ করছে ii) আবার হতে পারে দন্ডটি একটি চুম্বক পদার্থ এবং তাদের বিপরীত মেরু পরস্পরের কাছে এসেছে ফলে আকর্ষণ হচ্ছে। ফলে আকর্ষণ থেকে প্রমাণ হয়না দণ্ডটি চুম্বক না চৌম্বক পদার্থ।
আর যদি চুম্বক পদার্থটিকে দন্ডটির কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দণ্ডটি বিকশিত হয় তবে বুঝতে হবে অবশ্যই দণ্ডটি চুম্বক পদার্থ কেননা চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাই নিঃসন্দেহে বলা যায় বিকর্ষণই চুম্বকত্বের প্রকৃত প্রমাণ।
6) তড়িৎ বর্তনী কাকে বলে? তড়িৎ বর্তনী কত প্রকার ও কি কি?
উত্তর: তড়িৎ উৎস, রোধ ও অন্যান্য তড়িৎ যন্ত্রাদি কোন পরিবাহীর দ্বারা যুক্ত হয়ে যে বর্তনীর সৃষ্টি করে তাকে তড়িৎবর্তনী বলে।
তড়িৎবর্তনী দুই প্রকার। যথা-
(১) উন্মুক্ত বর্তনী (Open Circuit): যে তড়িৎ-বর্তনীর কোন একটি প্রান্ত খোলা বা উন্মুক্ত তাকে উন্মুক্ত বর্তনী বা Open Circuit বলে।
(২) বদ্ধ বর্তনী (Closed Circuit): যে তড়িৎ-বর্তনীর সকল প্রান্ত বদ্ধ বা বন্ধ তাকে বদ্ধ বর্তনী বা Closed Circuit বলে।
(7) অপ্রচলিত শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি লেখো।
উত্তর:(১) অপ্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না।
(২) ক্ষুদ্রাকারে ব্যবহার করা যায় বলে প্রচুর মূলধনের প্রয়োজন হয় না।
(৩)প্রবহমান সম্পদ বলে নিঃশেষিত হওয়ার আশংকা থাকে না।
(৪) দেশের অধিকাংশ জায়গায় কোনো না কোনো উৎস সহজলভ্য।