অষ্টম শ্রেণী
ইতিহাস
ষষ্ঠ অধ্যায়:জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ
(100% কমনযোগ্য)
Class 8 history chapter 6 question answer suggestion 2025 west bengal board
১ ও ২ নম্বর মার্কস এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
অষ্টম শ্রেণির ইতিহাস: জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ (অধ্যায় ৬)
অষ্টম শ্রেণির ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ে আমরা প্রবেশ করছি এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে—জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই অধ্যায়টি শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি বোঝার জন্যও অপরিহার্য। ব্রিটিশ শাসনের সময় কীভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির স্বপ্ন দেখেছিল আপামর ভারতবাসী, সেই স্বপ্নের বীজ রোপণ হয়েছিল এই সময়কালেই।
এই অধ্যায়ে আমরা জাতীয়তাবাদের উন্মেষের পেছনের কারণগুলো, যেমন—ব্রিটিশ শোষণ, পাশ্চাত্য শিক্ষার প্রভাব, এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করব। এছাড়াও, এই পর্বে আমরা সেই সব স্বল্প পরিচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার গভীরে যাব যা ভবিষ্যতে এক বিশাল জনজাগরণের জন্ম দিয়েছিল। এই অধ্যায়ে ১ ও ২ নম্বরের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি ছোট তথ্যই খুব মনোযোগ দিয়ে জানতে হবে। চলুন, তাহলে শুরু করা যাক জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশের এই ঐতিহাসিক যাত্রা।
১ ও ২ নম্বর মার্কস এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১) ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে।
২) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা কত খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? এই সভায় সভাপতি কে ছিলেন?
উত্তর:১৮৮৫ খ্রিস্টাব্দে বোম্বাইতে গোকুলদাস তেজপাল কলেজে। সভাপতি- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৩) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে কোন ইংরেজ কর্মচারীর উদ্যোগ ছিল?
উত্তর:অ্যালান অক্টোভিয়ান হিউমের।
৪) অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী রচনা করেন কে?
উত্তর:উইলিয়াম ওয়েডার্বান।
৫) হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি?
উত্তর:১৯১৩ খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়েডারবার্ন তার লেখা অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীতে বলেন যে, হিউম এবং বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছিল। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি 'হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব' নামে পরিচিত।
৬) বড়লাট লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসকে কি বলে ব্যঙ্গ করেন?
উত্তর:সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি।
৭) কোন সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়?
উত্তর:১৮৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কে সভা সমিতির যুগ বলা হয়।
৮) ভারতের প্রথম রাজনৈতিক এবং প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি?
উত্তর:রাজনৈতিক সংগঠন- জমিদার সভা।
জাতীয়তাবাদী সংগঠন- বঙ্গভাষা প্রকাশিকা সভা।
৯) কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়?
উত্তর:বঙ্গভাষা প্রকাশিকা সভা- ১৮৩৬
জমিদার সভা- ১৮৩৮
১০) কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:হিন্দুমেলা বা জাতীয় মেলা- নবগোপাল মিত্র।
ইন্ডিয়ান লিগ- শিশিরকুমার ঘোষ।
অনুশীলন সমিতি- সতীশচন্দ্র বসু।
থিওসফিক্যাল সোসাইটি- কর্নেল অলকট এবং মাদাম ব্লাভাটস্কি।
১১) কে কত খ্রিস্টাব্দে ভারতসভা প্রতিষ্ঠা করেন?
উত্তর:১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জী এবং আনন্দমোহন বসু।
১২) ভারতসভার প্রথম জাতীয় সম্মেলন কত খ্রিস্টাব্দে কোথায় হয়? এই সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর:১৮৮৩ খ্রিস্টাব্দে কলকাতায়। সভাপতি- রামতনু লাহিড়ী।
১৩) কে কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? এই আইনে কি বলা হয়?
উত্তর:১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক।
এই আইনের উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা।
১৪) কে কত খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? এই আইনে কি বলা হয়?
উত্তর:লর্ড লিটন ১৮৭৮ খ্রিস্টাব্দে জারি করেন। এই আইনে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি কোনো ব্রিটিশ বিরোধী বক্তব্য প্রচার করতে পারবে না। এর অন্যথা হলে ব্রিটিশ সরকার ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত করবে।
১৫) দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন কে?
উত্তর:লর্ড রিপন।
১৬) কে কত খ্রিস্টাব্দে অস্ত্র আইন জারি করেন?
উত্তর:লর্ড লিটন ১৮৭৮ খ্রিস্টাব্দে।
১৭) তিন দিনের তামাশা কাকে বলা হত?
উত্তর:কংগ্রেসের নরমপন্থী নেতাদের প্রথম দুই বছরের কার্যকলাপকে।
১৮) এ নেশন অফ মেকিং গ্রন্থটি কার আত্মজীবনী বা এটি কে রচনা করেন?
উত্তর:সুরেন্দ্রনাথ ব্যানার্জী।
১৯) জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে কি বলা হত?
উত্তর:নরমপন্থী।
২০) নরমপন্থীদের দাবি অনুযায়ী সিভিল সার্ভিস পরীক্ষার ন্যূনতম বয়স কত হওয়া উচিৎ?
উত্তর:২৩ বছর।
২১) অর্থনৈতিক জাতীয়তাবাদ কি?
উত্তর:ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এই প্রক্রিয়াকেই অর্থনৈতিক জাতীয়তাবাদ বলে।
২২) অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য কি ছিল?
উত্তর:ভারতের দারিদ্র্য ও ব্রিটিশ শাসনের মধ্যে সম্পর্ক নির্ণয় করা।
২৩) নরমপন্থী নেতৃত্বের একজন ব্যতিক্রমী মুসলিম নেতার নাম লেখ।
উত্তর:বদরুদ্দিন তৈয়াবাজি।
২৪) নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিকে কারা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে মনে করত?
উত্তর:চরমপন্থীরা।
২৫) লাল বাল পাল নামে পরিচিত ছিলেন কারা?
উত্তর:লালা লাজপত রাই, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল।
২৬) পাঞ্জাব কেশরী কাকে বলা হত?
উত্তর:লালা লাজপত রায়কে।
২৭) কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়ে যায়?
উত্তর:সুরাট অধিবেশনে।
২৮) নরমপন্থী ও চরমপন্থী কয়েকজন নেতার নাম লেখ।
উত্তর:নরমপন্থী- সুরেন্দ্রনাথ ব্যানার্জী, দাদাভাই নওরোজি
চরমপন্থী- বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়।
২৯) বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:অরবিন্দ ঘোষ।
৩০) বন্দেমাতরম পত্রিকাকে কেন্দ্র করে কাদের মধ্যে বিরোধ বেঁধেছিল?
উত্তর:অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
৩১) নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:বিপিনচন্দ্র পাল।
৩২) মহারাষ্ট্রে কার নেতৃত্বে শিবাজি উৎসব পালিত হয়?
উত্তর:বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে।
৩৩) প্রতাপাদিত্য উৎসব কে চালু করেছিলেন? তার আত্মজীবনীর নাম লেখ।
উত্তর:সরলাদেবী চৌধুরানী। আত্মজীবনী - জীবনের ঝরাপাতা
৩৪) কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল?
উত্তর:১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ জুলাই বঙ্গভঙ্গের পরিকল্পনা হয় এবং ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়।
৩৫) বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেছিলেন?
উত্তর:লর্ড কার্জন।
৩৬) বঙ্গভঙ্গ রদ হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:১৯১১ খ্রিস্টাব্দে।
৩৭) কত খ্রিস্টাব্দে বাংলা থেকে অসমকে আলাদা করা হয়েছিল?
উত্তর:১৮৭৪ খ্রিস্টাব্দে।
৩৮) কত খ্রিস্টাব্দে বঙ্গলক্ষ্মী কটন মিল চালু হয়?
উত্তর:১৯০৬ খ্রিস্টাব্দ।
৩৯) বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:প্রফুল্লচন্দ্র রায়।
৪০) কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অভ এডুকেশন তৈরি হয়?
উত্তর:১৯০৬ খ্রিস্টাব্দে।
৪১) কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি কোনটি? এটি কে গড়ে তোলেন?
উত্তর:অনুশীলন সমিতি। এটি গড়ে তোলেন সতীশচন্দ্র বসু।
৪২) কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়?
উত্তর:পুলিনবিহারী দাসের নেতৃত্বে।
৪৩) বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত একটি পত্রিকার নাম লেখ।
উত্তর:যুগান্তর পত্রিকা।
৪৪) কোন দুই বিপ্লবী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার উদ্যোগ নেন?
উত্তর:ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকী।
৪৫) কত খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার আইন চালু হয়?
উত্তর:১৯০৯ খ্রিস্টাব্দে।
৪৬) বাঘাযতীন নামে পরিচিত ছিলেন কে?
উত্তর:যতীন্দ্রনাথ সেনগুপ্ত।