উচ্চমাধ্যমিক এডমিট কার্ডে নয়া পরিবর্তন নিয়ে আসতে চলেছে সাংসদ! সুবিধা হবে পরীক্ষার্থীদের
যেসব পড়ুয়া ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অথবা পরবর্তীতে যে সকল পড়ুয়া সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আনন্দ সংবাদ। ২০২৫ সাল থেকে উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডের নতুন তথ্য সংযোগ করা হবে, যা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক উপযোগী।
এজন্য যে সকল পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা পরবর্তীতে যে সকল পরীক্ষার্থী সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অবশ্যই জানা উচিত ২০২৫ সাল থেকে এডমিট কার্ডে কোন তথ্য সংযোজন হচ্ছে এবং এডমিট কার্ডে কি কি তথ্য থাকবে?
২০২৫ সালে উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডে যে তথ্যটি যুক্ত হতে চলেছে সেটা হল এবার থেকে উচ্চমাধ্যমিক এডমিট কার্ডে "পরীক্ষা সেন্টারের নাম" দেওয়া থাকবে আর পূর্বের মতোই নিম্নলিখিত তথ্য গুলি থাকবে
১.পরীক্ষার্থীর নাম
২.পরীক্ষার্থীর অভিভাবকের নাম
৩.পরীক্ষার্থীর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার
৪.পরীক্ষার্থীর জন্ম তারিখ
৫.পরীক্ষার্থী কোন বিষয়ে কবে পরীক্ষা দেবে
৬.আর নতুন সংযোজন হতে চলেছে পরীক্ষা সেন্টার এর নাম ও ঠিকানা
ফলস্বরূপ ছাত্র-ছাত্রীদের কি সুবিধা হবে?
বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেকোনো চাকরির পরীক্ষার এডমিট কার্ডে পরীক্ষা সেন্টারের নাম ও সম্পূর্ণ ঠিকানা দেয়া থাকে। এর ফলে পরীক্ষা সেন্টারটি খুঁজতে খুব একটা অসুবিধা হয় না এবং সময় নষ্ট হয় না।
বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে কিছু সংখ্যক উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী পরীক্ষার সময় ভুল পরীক্ষা সেন্টারে চলে গিয়ে প্রচুর হয়রানি শিকার হতে হয়েছে। এই সমস্যা দূর করার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ জানিয়ে দিয়েছে যে এডমিট কার্ডে পরীক্ষা সেন্টার এর নাম ও ঠিকানা উল্লেখ করা থাকবে।