POLITICAL SCIENCE CLASS-11
1ST SEMESTER
প্রথম অধ্যায়
MCQ
UNIT-1 (রাষ্ট্রবিঞ্জানের প্রকৃতি ও পরিধি)
1. রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উ:- অ্যারিস্টটলকে।
2.POLITICS গ্রন্থটি কার লেখা?
উ:-অ্যারিস্টটল।
3. রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই উক্তিটি কার?
উ:- গার্নার।
4. রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে?
উ:- প্লেটো।
5. কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ?
উ:অ্যালান বল।
6. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়?
উ:- ম্যাকিয়াভেলি।
7. রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন?
উ:-লর্ড ব্রাইস।
৪. একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী নাম বল'
উ:- ডেভিড ইস্টন
9. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপতি একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ?
উ:- লর্ড ব্রাইস।
10.এ গ্রামার অফ পলিটিক্স' গ্রন্থটি কার লেখা?
উ:-ল্যাস্কি।
11. রাষ্ট্রবিজ্ঞান একটি কি?
উ:-গতিশীল শাস্ত্র/সামাজিক বিজ্ঞানের শাখা।
12.PUBLIC OPINION গ্রন্থটির লেখক কে?
উ:- লিপম্যান।
13. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখ?
উ:-গার্নার।
14. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী একজন প্রবক্তার নাম লেখ?
উ:-অগাস্ট কোঁত।
15. রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উ:-লাইবনিজ।
16. দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে?
উ:-নিকোলো ম্যাকিয়াভেলি।
17. পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে?
উ:-গ্রিক শব্দ পলিস।
18. প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উ:- ১৯৪৮ খ্রিষ্টাব্দে।
19. মানুষ রাজনৈতিক জীব কথাটি প্রথম কে বলেছেন?
উ:- অ্যারিস্টটল।
20. রাজনীতি হল মূল্যের কর্তৃত্ব মূলক বন্টন কে বলেছেন?
উ:-ডেভিড ইস্টন।
21. দ্য পলিটিকাল সিস্টেম গ্রন্থের রচয়িতা কে?
উ:-ডেভিড ইস্টন।
22. অ্যারিস্টটল কোথাকার দার্শনিক ছিলেন
উ:- গ্রীক দার্শনিক।
23. কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা কে?
উ:-কার্ল মার্কস, 1848খ্রি:প্রকাশিত হয়।
24. স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা কে?
উ:- জন লক।
25. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন?
উ:-ডেভিড ইস্টন।
26. সিসেরো কে ছিলেন?
উ:- একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ।
27.politics among nation গ্রন্থটি রচয়িতা কে?
উ:-হ্যানস জে মরগেনথাউ।
28.on liberty গ্রন্থের লেখক কে?
উ:- জন স্টুয়ার্ট মিল।
29. প্রথম কে সার্বভৌমিকতার ধারণা অবতারণা করেন?
উ:-জাঁ বোঁদা।
30. কার মতে রাজাকে ক্ষমতা চ্যুত করার অধিকার জনগণের আছে?
উ:- জন লক।
31. উদারনীতিবাদের জনক বলা হয় কাকে? উ:- জন লককে।
32. Human nature in politics গ্রন্থটির রচয়িতা কে?
উ:-গ্রাহম ওয়ালস।
33. কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা কবে?
উ:-গেটেল।
34. সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে?
উ:-রুশো।
35.the second sex গ্রন্থটি রচনা করেছেন কে?
উ:-সিমোন দ্য বোভেয়ার।
36. রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন?
উ:-লেনিন।
37. রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান কে বলেছেন?
উ:-ব্লন্টসলি।
38. বৈজ্ঞানিক রাজনীতির জনক বলা হয় কাকে?
উ:-টমাস হবসকে।
39. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উ:- মন্তেস্কু। (the spirit of law)
40.De republica গ্রন্থটি কার লেখা? উ:-সিসেরো।
41. রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় কাকে?
উ:- ম্যাকিয়াভেলিকে।
42. প্রাচীন রোমের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবেদের নাম বল?
উ:- পলিবিয়াস।
43.the six books of Commonwealth গ্রন্থটি রচয়িতা কে?
উ:-বোদা।
44.the process of government গ্রন্থটি কার লেখা?
উ:-আর্থার বেন্টলি।
45. রাজনীতি হলো সমাজের প্রতিরূপ কে মনে করেন?
উ:-মিলার।
46. হিতবাদী তত্ত্বের মূল প্রবক্তা কে?
উ:- বেন্থাম।
47. উদারনীতিবাদের একজন প্রবক্তার নাম লেখ
উ:-জন লক।
48. নয়া উদারনীতিবাদের প্রবক্তা বলা হয় কাকে?
উ:-রবার্ট নোজিককে।
49. রাজনীতি হল একটি সর্বজনীন কার্যকলাপ, নৈতিক নিদর্শন নয় উক্তিটি কার? উ:- অ্যালান বল।
50. রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও সরকার একথা কে বলেছেন?
উ:-গিলক্রিস্ট।
51. আচরণবাদের বৌদ্ধিক ধর্ম পিতা বলা হয় কাকে?
উ:-চার্লস মেরিয়ামকে।