class 11 Bengali Puimacha - Bibhuti Bhushan Question Answer একাদশ শ্রেণি বাংলা গল্প পুঁইমাচা প্রশ্ন উত্তর

 একাদশ শ্রেণির  নতুন সিলেবাস অনুযায়ী বাংলা গল্প পুঁইমাচা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর class 11 Bengali new Syllabus Puimacha - Bibhuti Bhushan important Question Answer 

class 11 Bengali Puimacha - Bibhuti Bhushan  Question Answer একাদশ শ্রেণি বাংলা গল্প পুঁইমাচা প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির বাংলার গল্প

New Syllabus 

Semester 1

পুঁইমাচা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


1. পুঁইমাচা' গল্পটির উৎস কি

উত্তর:মেঘমল্লার

2. গ্রন্থটির কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩১

3. পুঁইমাচা' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

উত্তর:প্রবাসী

4. ক্ষেন্তির পিতার নাম কী?

উত্তর: সহায়হরি

5. কে গাছ কেটেছে?

উত্তর: তারক খুড়ো

6. রস আনার জন্য কিরকম ঘটির প্রয়োজন?

উত্তর: বড় বাটি

7. সহায়হরির স্ত্রীর নাম হল কি?

উত্তর: অন্নপূর্ণা

৪. গল্পের শুরুতে কোন ঋতুর কথা রয়েছে?

উত্তর: শীতকাল

9. অন্নপূর্ণা কী তেল চুলে মাখছিলেন?

উত্তর:নারিকেল তেল

10. তেল মাখার জন্য ঝাঁটার কাঠির

প্রয়োজন হয়েছিল কেন?

উত্তর: শীতকাল বলে

11. সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর কিরুপ সুরে?

উত্তর: শান্ত সুরে

12 ক্ষেন্তি সারাদিন কিভাবে কাটায়?

 উত্তর:মাছ ধরে আর রস খেয়ে

13. গাঁয়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে?

 উত্তর: চৌধুরী বাড়ি

14. অন্নপূর্ণার মতে স্বামী সহায়হরি কোথায় ঘোরেন?

উত্তর: বাগদী দুলে পাড়ায়

15. কে সহায়হরিকে একঘরে করতে চেয়েছিলেন?

 উত্তর:কালীময় ঠাকুর

16. গল্পে ধাড়ী মেয়ের (ক্ষেন্তি) বয়স কত?

 উত্তর: পনের

17. পুঁইমাচা " গল্পের সহায়হরির স্ত্রী ও কন্যা দের নাম উল্লেখ করো?

উত্তর: "পুঁইমাচা " গল্পের সহায়হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা, কন্যা দের নাম হল ক্ষেন্তি, পুঁটি ,ও রাধী।

18. কোন মাসে ক্ষেন্তির বিয়ে হয়?

উত্তর:ক্ষেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে।

19. বিয়ের কতদিন পরে ক্ষেন্তি মারা যায় ?

উত্তর:বিয়ের দশ মাসের মাথায় ক্ষেন্তি মারা যায়

20. ক্ষান্তির বিয়ে হয়েছিল কার সঙ্গে?

উত্তর:শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে

21. শ্রীমন্ত মজুমদারের ছেলে কেমন চরিত্রের? উত্তর:অসৎ চরিত্রের 

22. সীমন্ত মজুমদারের ছেলে কার হাতে প্রহার খেয়েছিল?

উত্তর: কুম্ভকার বন্ধুর আত্মীয়

23. সহায় হরি ও ক্ষেন্তি জঙ্গলে গিয়েছিল কেন?  উত্তর:মেটে আলু তুলতে

24. সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ভেত্তির বিয়ে কে ভেঙে দিয়েছিল ?

উত্তর:সহায়হরি

25. তিনকাল গিয়েছে এক কাল আছে- কে কাকে বলেছিল?

উত্তর:অন্নপূর্ণা তার স্বামী সহায়হরিকে বলেছে।

26. সহায় হরি মেটে আলু কোত্থেকে এনেছিল?  উত্তর:বরোজ পোতার জঙ্গল থেকে।

27. অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠে বানিয়েছিল কবে?

উত্তর:পৌষ সংক্রান্তিতে।

28. সকালে উঠে সহায়হরি রোেদ পোহাতে পোহাতে কী করছিলেন? 

উত্তর: তামাক টান ছিলেন

29. সকালের রোদ কোন্ গাছের ফাঁক দিয়ে পড়েছিল উঠানে? 

উত্তর: বাতাবি লেবু

30. সকালের রোদ খানি কেমন? 

উত্তর: কচি,রাঙা

31. ক্ষেন্তি তার পিতাকে যেতে বললে তিনি

মেয়েকে কী আনতে বলেন?

উত্তর: শাবল

32. বাপ-মেয়ের ভাব দেখে কী মনে হচ্ছিল?

উত্তর: তারা সিঁধ দেবার উদ্দেশ্যে যাচ্ছে।

33. মুখুয্যে বাড়ির ছোট খুকির নাম কী?

উত্তর:দুর্গা

34. দুর্গা অন্নপূর্ণাকে নবান্ন মেখে কী বার করতে বলেছিল?

উত্তর:ইতুর ঘট

35. মুখুয্যে বাড়ি যাওয়ার পথে বনে কী কী গাছ ছিল? 

উত্তর:যেসব গাছ ছিল শ্যাওড়া,বনভাঁট, রাংচিতা, বনচালতা

36. অন্নপূর্ণা মুখুয্যে বাড়ি যাওয়ার পথে কোন পাখি দেখেছিল?

উত্তর: যে পাখি দেখেন লেজঝোলা হলদে পাখি

37. দুর্গা পাখি দেখানোর সময় মন থেকে কী আওয়াজ করছিল?

উত্তর:খুপ খুপ

38. লেজঝোলা হলদে পাখি কোন গাছের

ডালে বসছিল?

উত্তর:আমড়া

39. অন্নপূর্ণা কাজ থেকে ফিরে ক্ষেন্তিকে

কোথায় বসতে দেখেন ?

উত্তর: উঠোনের রোদে

40. সহায়হরির আনা মেটে আলুর ওজন কত? উত্তর:পনেরো-ষোলো সের।

41. সহায়হরির মতে মেটে আলু খানি তাকে কে দিয়েছে?

উত্তর:চৌকিদার মশায়

42. সহায়হরি মেটে আলু খানি প্রকৃতপক্ষে কোথা থেকে নিয়ে এসেছে?

উত্তর:বরজপোতার বন থেকে

43. অন্নপূর্ণার মতে সহায় হরির জীবনে কী নেই?  উত্তর:ইহকাল ও পরকাল

44. ক্ষেন্তির স্নান সেরে আসতে কত সময় লাগে?  উত্তর:আধ ঘন্টা।

45. ক্ষেন্তি ক্ষিপ্ত দৃষ্টিতে কোন দিকে তাকালো? উত্তর:বাঁশ ঝাড়ের মাথার দিকে।

46. ক্ষেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা কীভাবে রেগে উঠলেন?

 উত্তর:তেলে বেগুনে জ্বলে উঠলেন

47. ক্ষেন্তিকে শাস্তি দিতে গিয়ে অন্নপূর্ণা কী বলেন?

উত্তর:পিঠে আস্ত জেলা কাঠ ভাঙবেন।


49. বরজপোতার মেটে আলু চুরির কথা জানলে কারা চৌকিদার ডেকে ধরিয়ে দেবে?

উত্তর: গোঁসাইরা

50. কাঁনাচে ষাঁড়া-ষষ্ঠীকে ফেলে দেবার জন্য তার মেয়েদের হাতে দেয়।

51. উনুনের পাশে আগুন আগুন পোহাই ছিল কে কে?

উত্তর:পুঁটি এবং রাধী।

52. কোথায় জ্যোৎস্না আটকে ছিলো? 

উত্তর:তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে।

53. পুঁটি-রাধী পিঠাটি কোথায় ফেলে দিয়ে আসে?

উত্তর: গত বছর অন্নপূর্ণা যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলো।

54. কোন বস্তুকে কেন্দ্র করে অন্নপূর্ণা, পুঁটি এবং রাধীকার মনে ক্ষেম্ভির স্মৃতি আবার তীব্রভাবে জেগে ওঠে?

উত্তর: ক্ষেন্তির লাগানো পুঁই শাকের গাছটিকে কেন্দ্র করে।

55. অন্নপূর্ণার কোন মেয়েটি বেশি ভোজনপটু ছিলো?

উত্তর:ক্ষেন্তি।

56. ঘন ঝোপের মধ্য দিয়ে কী ছুটে চলে যায়? উত্তর:শিয়াল

57. বাড়ির পিছনে জ্যোৎস্নার আলোয় কোন পাখি ঠক ঠক শব্দ করে?

উত্তর: কাঠঠোকরা।

58. একঘরে কী?

উত্তর:সমাজ থেকে বহিষ্কার করা।

59. গয়া বুড়ী কে?

উত্তর:গয়া নামে এক বৃদ্ধা,যার পেশা মাছ বিক্রি করা।

60. শ্রোত্রিয় কী?

উত্তর:হিন্দুদের একটি গোত্রের নাম।

61. কুরুনী কী ?

উত্তর:নারকেল কোরাতে যে যন্ত্র ব্যবহৃত হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.