Class - 6
ইতিহাস
দ্বিতীয় অধ্যায় - ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় - ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ থেকে অনুশীলনী প্রশ্ন উত্তর আর কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এর মধ্যে থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত সাত বছরের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে লেখা প্রশ্ন উত্তর।West Bengal Board Class 6 History lesson 2 important questions answers suggestions & exercise solution.
ক্লাস 6 ইতিহাস দ্বিতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর
১। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:
১.১) আদিম মানুষ প্রথমে (রান্না করা খাবার/পোড়া মাংস/কাঁচামাংস ও ফলমূল) খেত।
উত্তর:কাঁচামাংস ও ফলমূল
১.২) আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল- (ভোঁতা পাথর/ হালকা ছুঁচালো পাথর/ পাথরের কুঠার)।
উত্তর:ভোঁতা পাথর
১.৩) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার- (ধাতু/ চাকা/ আগুন)।
উত্তর:আগুন
২।ক-স্তম্ভের সঙ্গে খ-স্তস্ত মিলিয়ে লেখো:
উত্তর:
৩। নিজের ভাষায় ভেবে লেখো (তিন/চার লাইন):
৩.১) আদিম মানুষ যাযাবর ছিল কেন?
উত্তর:আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানত না। তারা ছিল খাদ্যসংগ্রাহক। পশুপালনও তাদের জান ছিল না। শিকার করে ও ফলমূল সংগ্রহ করেই তারা পেট ভরাত। তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে এব জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হত। ঋতুপরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল জন্মাত। ফলে তাদেরকেও ঋতুপরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হত। তাই আদিম মানুষ যাযাবর ছিল।
৩.২) আগুনে জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল?
উত্তর: আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল। আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল। যেমন-
(ক) প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল।
(খ) হিংস্র প্রাণীর মোকাবিলা করা সুবিধা হল। কারণ আগুনকে সব প্রাণী ভয় পায়।
(গ) আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করল।
৩.৩) আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল ?
উত্তর:আদিম মানুষ আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে থেকেই দলবদ্ধভাবে থাকত। মূলত নিজেদের নিরাপত্তা ও খাদ্যের চাহিদা মেটানোর জন্যই তারা জোটবদ্ধ হয়েছিল। জোটবদ্ধভাবে হিংস্র প্রাণীকে মোকাবিলা করা সুবিধা এবং দলবদ্ধভাবে শিকার করা সহজ। তাই খাদ্যের অভাবও আর থাকল না। জোটবন্ধ থাকার ফলে পরবর্তী সময়ে তারা একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তোলে এবং শৃঙ্খলাপরায়ণ হয়।
ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় - ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১ ও ২ নম্বর মার্কস
১) কি নিয়ে মানুষের ইতিহাস রচিত হয়েছে?
উত্তর:মানুষ ও মানুষের কাজকর্ম নিয়ে।
২) লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কিসে ঢাকা ছিল?
উত্তর: ঘন জঙ্গলে ঢাকা।
৩) একমাত্র কোন প্রাণী হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরার কাজে ব্যবহার করে?
উত্তর:মানুষ।
৪) এপ কাদের বলা হত? এদের আদি বাসস্থান কোথায়?
উত্তর:লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে একপ্রকার বড় বানর ছিল, যাদের কোনো লেজ ছিল না। এদের এপ বলা হত।
• এদের আদি বাসস্থান ছিল আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের ঘন জঙ্গলে।
৫) এপ থেকে আলাদা হয়ে যাওয়া মানুষের পরিবারকে কি বলা হয়?
উত্তর:হোমিনিড।
৬) এখনও পর্যন্ত সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে?
উত্তর:পূর্ব আফ্রিকাতে।
৭) আদিম কথার অর্থ কি?
উত্তর:খুব পুরানো।
৮) মানুষের মেরুদণ্ডের উপর কি আছে?
উত্তর:একটি বড় মস্তিস্ক।
৯) মূলত কিসের আকার থেকে আদিম মানুষের নানারকম ভাগ করা হয়?
উত্তর: মস্তিস্কের আকার থেকে।
১০) প্রথম এপ থেকে বিবর্তিত হওয়া মানুষ প্রজাতি কোনটি?
উত্তর:অস্ট্রালোপিথেকাস।
১১) অস্ট্রালোপিথেকাস এর অর্থ কি?
উত্তর:এপ থেকে মানুষ।
১২) কোন প্রজাতির মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করত?
উত্তর:হোমো হাবিলিস।
১৩) কোন প্রজাতির মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল?
উত্তর:হোমো ইরেকটাস।
১৪) কোন প্রজাতির মানুষ দুই পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারত?
উত্তর: হোমো ইরেকটাস।
১৫) প্রথম বুদ্ধিমান মানুষ প্রজাতি কোনটি?
উত্তর:হোমো সেপিয়েন্স।
১৭) হোমো ইরেকটাস এর অর্থ কি?
উত্তর:সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ।
১৬) হোমো হাবিলিস এর অর্থ কি?
উত্তর:দক্ষ মানুষ।
১৮) হোমো স্যাপিয়েন্স এর অর্থ কি?
উত্তর:বুদ্ধিমান মানুষ।
১৯) লুসি কি?
উত্তর:আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় ১৯৭৪ খ্রিষ্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালটি ৩২ লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি।
২০) আদিম মানুষ প্রথম কি খেত?
উত্তর:কাঁচা মাংস ও ফলমূল।
২১) আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল?
উত্তর:ভোঁতা পাথর।
২২) আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিস্কার কি?
উত্তর:আগুন।
২৩) বনে লাগা আগুনকে কি বলা হয়?
উত্তর:দাবানল।
২৪) কিসের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাস বদলে দিয়েছিল?
উত্তর:আগুনের ব্যবহার।
২৫) আদিম মানুষ প্রচণ্ড শীত ও ভয়ানক জন্তুদের আক্রমণ মোকাবিলা করার জন্য কিসের ব্যবহার শুরু করেছিল?
উত্তর:আগুনের ব্যবহার।
২৬) পুরানো পাথরের যুগের মানুষ কোথায় বাস করত?
উত্তর:গুহায় অথবা খোলা আকাশের নীচে।
২৭) পুরানো পাথরের যুগে মানুষ ঠাণ্ডা থেকে বাঁচতে কি পরত?
উত্তর:পশুর চামড়া ও গাছের ছাল।
২৮) ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরোনো পাথরের অস্ত্রের সন্ধান পাওয়া গেছে কোথায়? উত্তর:কাশ্মীরের সোয়ান উপত্যকায়।
২৯) পাকিস্তান এবং হিমাচলপ্রদেশের কোথায় পুরোনো পাথরের হাতিয়ার মিলেছে?
উত্তর:পাকিস্তানের পটোয়ার মালভূমিতে এবং হিমাচলপ্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে।
৩০) ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? কত খ্রিষ্টাব্দে এখানে গুহার খোঁজ পাওয়া যায়?
উত্তর:মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে অবস্থিত। ১৯৫৭ খ্রিষ্টাব্দে এখানে গুহার খোঁজ পাওয়া যায়।
৩১) ভীমবেটকায় মানুষের সঙ্গে আর কার চিত্র দেখা যায়?
উত্তর:কুকুরের চিত্র।
৩২) হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত? এটি কি জন্য বিখ্যাত?
উত্তর:কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে অবস্থিত।
এখানে ১৯৮৩ খ্রিষ্টাব্দে মাটি খুঁড়ে পুরোনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে।
৩৩) হুন্সগি উপত্যকার পাশ দিয়ে কি বয়ে গেছে?
উত্তর:কাথটা হাল্লা খাল বয়ে গেছে।
৩৪) আলতামিরা গুহা কোথায় অবস্থিত? উত্তর:ইউরোপের স্পেনে।
৩৫) আলতামিরা গুহার ছাদে কীসের ছবি আঁকা ছিল?
উত্তর: বিশাল বড় একটি ষাঁড়ের ছবি।
৩৬) ট্যারো ট্যারো শব্দের অর্থ কি?
উত্তর:ষাঁড় ষাঁড়।
৩৭) উত্তরপ্রদেশের কোথায় দুদিক ধারওয়ালা ছুরির সন্ধান পাওয়া গেছে?
উত্তর: সরাই নহর রাইতে।
৩৮) কোথায় আট হাজার বছরের পুরোনো বন্য পশুর হাড় পাওয়া গেছে?
উত্তর:নর্মদা উপত্যকার আদমগড়ে।
৩৯) রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতির সন্ধান পাওয়া গেছে?
উত্তর:বাগোড়ে।
৪০) কোন যুগে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে?
উত্তর:নতুন পাথরের যুগে।
৪১) নতুন পাথরের যুগ কোন কোন দিক থেকে নতুন ছিল?
উত্তর:এই যুগের হাতিয়ার ছিল আগের তুলনায় অনেক হালকা ও ধারালো। এই সময় মাটির পাত্র বানানো ও কৃষিকাজ শুরু হয়েছিল। মানুষ যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল।