Class 11 Bengali semester 1 Question Answer ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর new syllabus

 Class 11 Bengali semester 1 Question Answer new syllabus

 একাদশ শ্রেণীর সেমিস্টার-১ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর MCQ | মাইকেল মধুসূদন দত্ত | Class 11 | WBCHSE। West Bengal Council Of Higher Secondary Education

Semester – 1 [কবিতা]

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

মাইকেল মধুসূদন দত্ত

Class 11 Bengali semester 1 Question Answer ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর MCQ

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর:চতুর্দশপদী কবিতাবলী

২. কত খ্রিস্টাব্দে ‘চতুর্দশপদী কবিতাবলী' প্রকাশিত হয়?

উত্তর:১৮৬৬ খ্রিস্টাব্দে

৩. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি ‘চতুর্দশপদী কবিতাবলী'-র কত সংখ্যক কবিতা?

উত্তর:৮৬ সংখ্যক

৪. কবির মতে, ঈশ্বরচন্দ্র ‘বিখ্যাত ভারতে' কি হিসেবে পরিচিত?

উত্তর:বিদ্যার সাগর হিসেবে

৫. বিদ্যাসাগরকে ‘দীনের বন্ধু' কারা মনে করত?

উত্তর: যারা দীন তারা

৬. উজ্জ্বল জগতে যা—

A)মানুষের খ্যাতি

B)রাজার সম্পদ

C)মানুষের অন্তদীপ্তি

D)হেমাদ্রির হেমকান্তি

উত্তর:D)হেমাদ্রির হেমকান্তি

৭. ‘হেমাদ্রির হেম-কান্তি' অম্লান হয়—

A) শিশিরে

B)জ্যোৎস্নায়

C) সূর্যকিরণে

D) তুষারাচ্ছাদনে

উত্তর:C) সূর্যকিরণে

৮. মহাপর্বতের সুবর্ণ চরণে কীভাবে আশ্রয় পাওয়া যায়?

উত্তর: ভাগ্যবলে

৯. পর্বতের প্রকৃত গুণ কারা বুঝতে পারে ?

উত্তর: যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়

১০, “কি সেবা তার সে সুখ-সদনে!”—কার কথা বলা হয়েছে?

উত্তর: পর্বত

১১. ‘সদন’-এর সমার্থক শব্দ লেখ।

 উত্তর:গৃহ

১২. ‘বারি’ শব্দের অর্থ কী?

 উত্তর:জল

১৩. “দানে বারি নদীরূপ...”–নদীকে কবি কী বলেছেন?

উত্তর:বিমলা কিঙ্করী

১৪. 'কিঙ্করী' শব্দের অর্থ কী?

উত্তর: দাসী

১৫. তরু-দল কিসের জোগান দেয়?

উত্তর:অমৃত ফল

১৬. কিভাবে তরু দল অমৃত ফল জোগান দেয়?

উত্তর:পরম আদরে

১৭ কোন্ তরু-দল পরম আদরে অমৃত ফলের জোগান দেয় ?

উত্তর:দীর্ঘ-শির

১৮. তরু দল ধারণ করেছিল—

A) উদ্ধতরূপ

B) দাসরূপ

C) দাতারূপ

D) স্বেচ্ছাচারী রূপ

উত্তর:B) দাসরূপ

১৯. ‘দশ দিশ ভরে’ ফুলেরা কি করে?

উত্তর: সৌরভ ছড়ায়

২০. দিশ' শব্দের অর্থ কী?

উত্তর:দিক

২১. তরু-দল দিনে কি কাজ করে?

উত্তর:শীতল ছায়া বিস্তার করে

২২. তরু-দল যে ছায়াবিস্তার করে তা—

A) ‘শীতল শ্বাসী’

B) ‘শান্ত-শীতল'

C) ‘ক্লান্তিনাশা’

D) ‘অমৃত শ্বাসী’

উত্তর:A) ‘শীতল শ্বাসী’

২৩. যে তরু শীতল ছায়া বিস্তার করে, কবি তাকে কি বলা হয়েছে?

উত্তর:বনেশ্বরী

২৪. 'বনেশ্বরী’ কেমন নিদ্রা দান করে?

উত্তর:সুশান্ত

২৫. 'সুশান্ত নিদ্ৰা’ _____ করে

উত্তর:ক্লান্তি দূর করে

২৬. বিদ্যাসাগরকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তর:পর্বত-নদী-দীর্ঘতরু

২৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি কি জাতীয় কবিতা?

উত্তর: সনেট

২৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি কী ছন্দে লেখা?

উত্তর: পয়ার

শূন্যস্থান পূরণ কর

১. বিদ্যার ______ তুমি..

উত্তর:সাগর

২. বিদ্যার সাগর তুমি বিখ্যাত _____

উত্তর:ভারতে

৩._____ সিন্ধু তুমি…

উত্তর:করুণার

৪.______ যে দীনের বন্ধু...

উত্তর:দীন

৫. হেমাদ্রির______ অম্লান কিরণে।

উত্তর:হেমকান্তি

৬. কিন্তু_______ পেয়ে সে মহা পর্বতে।

 উত্তর:ভাগ্যবলে

৭. যে জন আশ্রয় লয় সুবর্ণ_____

উত্তর:চরণে

৮. সেই জানে কত______ধরে কত মতে...

উত্তর:গুণ

৯. সেই জানে কত গুণ ধরে কত মতে _____।

উত্তর:গিরীশ

১০. কি সেবা তার সে সুখ_______

উত্তর:সদনে

১১. দানে______

উত্তর:বারি

১২. দানে বারি নদীরূপ বিমলা______

উত্তর: কিংকরী

১৩. যোগায় অমৃত______

উত্তর:ফল

১৪. যোগায় অমৃত ফল পরম _______

উত্তর:আদরে

১৫. দীর্ঘ-শিরঃ______

উত্তর:তরুদল

১৬. দীর্ঘ-শিরঃ তরুদল______

ধরি।

উত্তর:দাসরূপ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.